‘হায় মুজিব, হায় মুজিব’ স্লোগান নিয়ে শিয়া স্টাইলে নতুন ধরনের শোক পালন

হায় মুজিব, হায় মুজিব’ মাতমরত নেতাকর্মী

বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের হাতে শেখ মুজিব খুন হয়েছিলেন ১৫ আগস্ট ১৯৭৫। বর্তমানে দিনটিকে শোক দিবস হিসেবে পালন করা হয়। তবে এখন আর এটি কোনো সাধারণ শোক দিবস থাকেনি। রীতিমত শিয়াদের মত মাতম প্রকাশ করা শুরু করেছে কিছু অতি উৎসাহী নেতাকর্মী । পাশে শোক দিবসের ব্যানার নিয়ে দাঁড়িয়ে মানববন্ধন করছেন আরও কিছু নেতাকর্মী।আগামী কাল ১৫ আগস্ট। তার আগেই রিহার্সেল হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন ঢাকার রাস্তায়। একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে মুজিব কোট পরা এক ব্যক্তির সাথে আরো বেশ কয়েকজন লোক শিয়াদের মতো করে মাতম করে করে চিৎকার করছেন আর বলছেন, ‘হায় মুজিব, হায় মুজিব’! তাদের হাতে শিয়াদের মাতমের সময় ব্যবহৃত ছুরির মতো যন্ত্র।
পাগলামির একটা সীমা থাকা দরকার ! 
সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক হাস্যরস শুরু হয়েছে
ভিডিওতে দেখুন বিস্তারিতঃ

Comments

Popular posts from this blog

দেশের মানুষ কতটা বিশ্বাস করে আওয়ামী মন্ত্রীদেরকে?

বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ড(২০১২): পরিবেশনায় ছাত্রলীগ, প্রযোজনায় আওয়ামীলীগ

ইলিশের একমাত্র মালিক এখন বাংলাদেশ